কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আফিফ শহরের শিক্ষা ও প্রশিক্ষণ ভবনের হেরিটেজ সেন্টারে ৯ম ডিসেম্বর উক্ত সম্মাননা প্রদর্শনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
তিন জন বয়স্ক ভদ্র মহিলার বয়স ৭০ বছরের ঊর্ধ্বে এবং তিন জনই সম্পূর্ণ কুরআন হেফজ করেছেন।
তিন জনের মধ্যে এক ভদ্র মহিলা জানিয়েছেন: “মহান আল্লাহর সহায়তায় প্রায় তের বছর চেষ্টা করার পর সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছি”।
বলাবাহুল্য, আফিফ শহরের ‘কুরআন হেফজ দাতব্য’ আঞ্জুমানের দশটি কেন্দ্র থেকে দেশী ও প্রবাসী নারীদের জন্য ৫০টিরও অধিক কোর্স সম্পন্ন করেছে এবং এরমধ্যে ৮০৩ জন এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছেন এবং ৬৩ জন সম্পূর্ণ কুরআন হেফজ করেছেন।
2615702