Imamalicenter.se ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : ইসলামি পরিচিতি মূলক এ কর্মশালা স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে ইমাম আলী (আ.) ইসলামি কেন্দ্র ও স্টকহোমে অবস্থিত ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট লেখক ও কবি ইরফান নাযার আহারি শিক্ষণীয় এ কর্মশালায় বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি স্টকহোম শহরের ইমাম আলী (আ.) ইসলামি কেন্দ্রে একই শিরোনামে অনুষ্ঠিত অপর কর্মশালাতেও বক্তব্য রেখেছিলেন ইরফান নাযার আহারি।