বার্তা সংস্থা ইকনা: উক্ত শোকানুষ্ঠানে হযরত ফাতেমা যাহরা (সা. আ.)এর জীবনীর আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করেছেন মহামান্য নেতা হযরত আয়াতুল্লাহ আল উজমা “সাইয়্যেদ আলী খামেনেয়ী”র বাকুর প্রতিনিধি সাইয়্যেদ আলী আকবার উজাক নিজাদ।
উক্ত শোকানুষ্ঠানে আহলে বাইত (আ.)এর ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে এবং আহলে বাইত (আ.)এর শানে কবিতা এবং গজল পরিবেশন করা হয়।
2925737