IQNA

কুইন ম্যারি বিশ্ববিদ্যালয়ে সূরা গাফিরের তাফসিরের উপর পর্যালোচনা সভা

18:15 - March 13, 2015
সংবাদ: 2974574
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : সূরা গাফির তাফসির বিষয়ক পর্যালোচনা সভা আগামী ৪ এপ্রিল লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।


iidr ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট : এ সভায় সূরা গাফিরের তাফসির পর্যালোচিত হবে।

১০০টির কম আয়াতের অধিকারী সূরা গাফিরে, নিজের সৃষ্টির প্রতি মহান আল্লাহর ভালবাসা এবং যারা সত্কাজ করে তাদেরকে অবর্ণনীয় পুরস্কারের পুরস্কৃত করেন ইত্যাদি বিষয় উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি এ সূরাতে হযরত মুসা (আ.) ও ফেরাউনের ঘটনা বর্ণনার মাধ্যমে অত্যাচারী শাসকদের প্রতি মহান আল্লাহর আচরণ ফুটিয়ে তোলা হয়েছে।

বিশিষ্ট গবেষক, ইংরেজি অনুবাদক এবং স্কটল্যান্ডের ড্যান্ডি শহরের মাকতুম মসজিদের পেশ ইমাম ‘যুবায়ের কারিম’ এ সভায় আলোচনা রাখবেন।

উল্লেখ্য, লন্ডনের ইসলামি গবেষণ ও প্রসার সংস্থার পক্ষ থেকে আয়োজিত ধারাবাহিক কুরআনিক সভার ধারাবাহিকতায় এ সভার আয়োজিত হতে যাচ্ছে এবং লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।



2964211

captcha