IQNA

পশ্চিম তীরে মসজিদে অগ্নিসংযোগ: ইসলামি ও আরব দেশগুলোর তীব্র নিন্দা

15:35 - November 16, 2025
সংবাদ: 3478444
ইকনা- পশ্চিম তীরের উত্তরাঞ্চলে দখলদার ইসরায়েলি বসতকারীদের হাতে একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় ইসলামি ও আরব দেশগুলো তীব্র নিন্দা জানিয়েছে। তারা এই ঘটনাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টার প্রতি গুরুতর হুমকি বলে আখ্যা দিয়েছে।

পশ্চিম তীরের উত্তরাঞ্চলে দখলদার ইসরায়েলি বসতকারীদের হাতে একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় ইসলামি ও আরব দেশগুলো তীব্র নিন্দা জানিয়েছে। তারা এই ঘটনাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টার প্রতি গুরুতর হুমকি বলে আখ্যা দিয়েছে।

সৌদি আরব ও কাতারের নিন্দা

সৌদি আরব ও কাতার আলাদা বিবৃতিতে জানিয়েছেইসরায়েলি উগ্রবাদীদের আল-আকসা মসজিদে হামলা ও সালফিতের কফর হারেস গ্রামের মসজিদ আল-হাজ্জাহ হামিদা”-তে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন, উপাসনালয়ে হামলা এবং নিয়মিত আগ্রাসনএসবের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা বিশ্বব্যবস্থাকে দুর্বল করছে।

এছাড়া, রিয়াদ আবারও ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আল-আকসার ধর্মীয় ও ঐতিহাসিক অবস্থান পরিবর্তনের যেকোনো প্রচেষ্টা শুধু ফিলিস্তিনের ওপর আক্রমণ নয়, বরং বিশ্বের কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতির ওপর সরাসরি আঘাত।

জর্দান, স্পেন, জার্মানি ও সুইজারল্যান্ডের নিন্দা

জর্দানের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের আইনগত ও নৈতিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে। জর্দান বলেছে, ইসরায়েলি সরকারের উগ্র নীতি ও বসতকারীদের সহিংসতা ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসনকে আরও উসকে দিচ্ছে।

স্পেন ইসরায়েলকে বসতকারীদের সহিংসতা থামাতে এবং দায়ীদের বিচারের আওতায় আনতে বলেছে। জার্মানি পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে।
সুইজারল্যান্ড বলেছেউপাসনালয়ে অগ্নিসংযোগ অগ্রহণযোগ্য, এবং অবৈধ বসতি স্থাপন বন্ধ করতে হবে।

জাতিসংঘের নিন্দা

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন। তার মুখপাত্র স্টেফান দুঝারিক বলেন, বসতকারীরা যেভাবে ফিলিস্তিনিদের জমি দখল করে উপাসনালয়ে আগুন দিচ্ছেতা অত্যন্ত উদ্বেগজনক।

ঘটনার বিবরণ

গত বৃহস্পতিবার ভোরে কয়েকজন সশস্ত্র ইসরায়েলি বসতকারি কফর হারেসের মসজিদ আল-হাজ্জাহ হামিদা”-তে হামলা চালায়। তারা একটি জানালা ভেঙে ভেতরে দাহ্য পদার্থ নিক্ষেপ করে। এতে মসজিদের একটি অংশে আগুন ধরে ও কয়েকটি নামাজের মাট জ্বলে যায়। স্থানীয় বাসিন্দা ও সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন ছড়িয়ে পড়ার আগে তা নিয়ন্ত্রণে আনেন।

মসজিদের দেয়ালে তারা বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী গ্রাফিতিও লিখে রেখে যায়।

পুনরাবৃত্তি হওয়া হামলার তথ্য

ফিলিস্তিনের ধর্ম মন্ত্রণালয়ের মাসিক প্রতিবেদনে জানানো হয়েছে
শুধু অক্টোবরে বসতকারীরা ২৭ বার আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা চালিয়েছে।

আর বাধা দেয়াল ও বসতি প্রতিরোধ কমিশনের তথ্য অনুসারেগত দুই বছরে পশ্চিম তীরে বসতকারীরা ৭১৫৪টি হামলা চালিয়েছে, যাতে ৩৩ জন ফিলিস্তিনি নিহত ৩৩টি পাড়া উচ্ছেদ হয়েছে। 4316868#

captcha