IQNA

কাতারে ছাত্রীদের জন্য জাতীয় কুরআন হেফজ প্রতিযোগিতা

23:46 - March 22, 2015
সংবাদ: 3026947
আন্তর্জাতিক বিভাগ: কাতারের রাজধানী দোহায় ১২ থেকে ১৬ই মার্চ পর্যন্ত ‘নুরুল মাশাকাত’ শিরোনামে ছাত্রীদের জন্য জাতীয় কুরআন হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বার্তা সংস্থা ইকনা: কাতারের ‘ঈদ’ নামক দাতব্য প্রতিষ্ঠানের অন্তর্গত কুরআনুল কারিম হেফজ বিভাগের পক্ষ থেকে সেদেশের রাজধানী দোহায় ১২ থেকে ১৬ই মার্চ পর্যন্ত ‘নুরুল মাশাকাত’ শিরোনামে ছাত্রীদের জন্য জাতীয় কুরআন হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
পাঁচ দিন ব্যাপী উক্ত কুরআন হেফজ প্রতিযোগিতায় কাতারের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে এবং এ প্রতিযোগিতা সফল ভাবে সম্পন্ন হওয়ার জন্য বিভিন্ন কমিটি গঠন করা হবে।
নুরুল মাশাকাত কুরআন হেফজ প্রতিযোগিতায় পাঁচ পার তথা আল-আহকাফ সুরা থেকে আন-নাস সুরা এবং আল-মুজাদিলাহ থেকে সুরা আন-নাস পর্যন্ত মোট দুই বিভাগে অনুষ্ঠিত হবে।
কাতারের ‘ঈদ’ দাতব্য প্রতিষ্ঠানের অন্তর্গত কুরআনুল কারিম হেফজ বিভাগ দুই বিভাগেই প্রথমে থেকে তৃতীয় স্থানে উত্তীর্ণদের পুরস্কার হিসেবে নগদ অর্থ অনুদান করবে।
3007405

captcha