‘Brantford Exposito’ ওয়েবসাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: উক্ত অনুষ্ঠান ২৮শে মার্চে সেদেশের জনগণদের পবিত্র কুরআনের শিক্ষার সাথে পরিচয় করানোর উদ্দেশ্য অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন: সম্প্রতি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল ও আল কায়দার কর্মকাণ্ডের বিরুদ্ধে মুসলমানেরা নিন্দা জানিয়েছে এবং সত্যিকারে ইসলাম ধর্মকে জনগণের সম্মুখে তুলে ধরার চেষ্টা করেছে।
এছাড়াও কানাডার মুসলমানেরা প্রচারাভিযানের মাধ্যমে সেদেশের ৩৩টি অঞ্চলের নাগরিকাদের সত্যিকারে ইসলাম ধর্মের সাথে পরিচয় এবং ইসলাম বিদ্বেষীদের সাথে মোকাবেলা করার চেষ্টা করছে।
3032999