IQNA

নাইজেরিয়ায় জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত

23:55 - March 24, 2015
সংবাদ: 3036058
আন্তর্জাতিক বিভাগ: নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাকুটু শহরে ৯ থেকে ১৩ই জুন পর্যন্ত জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান উদযাপিত হবে।

‘দৈনিক ট্রাস্ট’ সংবাদপত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ডনফ্রুরডিও বিশ্ববিদ্যালয়ের ইসলামিক বিভাগে উক্ত কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
উক্ত প্রতিযোগিতার আয়োজক কমিটির প্রধান জাফর কাইয়ুরা বলেন: এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য নাইজেরিয়ার মুসলমানদেরকে পবিত্র কুরআনের শেখার প্রতি উৎসাহিত করা।
তিনি আরও বলেন: এপ্রিল মাসের শুরুতে এ প্রতিযোগিতায় হওয়ার কথা ছিল। কিন্তু এ সময়ে সাধারণ নির্বাচনের অনুষ্ঠিত হবে, আর এজন্য এ প্রতিযোগিতা জুন মাসে স্থানান্তর করা হয়েছে।
নাইজেরিয়া আফ্রিকার পশ্চিমে অবস্থিত এবং আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ। এদেশের অর্ধেক জনগণ মুসলমান এবং বাকী অর্ধেক খৃষ্টান।
3030989

captcha