বার্তা সংস্থা ইকনা: কুয়েতের আওকাফ ও ধর্ম মন্ত্রী ইয়াকুব আসসানায় বলেন: এ যাদুঘরে দর্শনার্থীদের পরিদর্শনের জন্য হস্তলিখিত কুরআন সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রিন্টকৃত কুরআন শরিফ রাখা হয়েছে।
তিনি কুয়েত পুরস্কার শিরোনামে ষষ্ঠতম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বলেন: এ কুরআনিক যাদুঘর নির্মাণের মূল উদ্দেশ্য হচ্ছে কুয়েতকে সাংস্কৃতিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করা।
কুয়েত পুরস্কার শিরোনামে ষষ্ঠতম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা তাজবিদ, তেলাওয়াত এবং হেফজ বিভাগে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল ৩০শে মার্চে কুয়েতের ‘কারওয়ান বিলাজা’ হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ১ম এপ্রিল থেকে একেঅপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হবে এবং এ প্রতিযোগিতায় উত্তীর্ণদের ৮ম এপ্রিলে সম্মাননা প্রদান করা হবে।
3066700