বার্তা সংস্থা ইকনা : এ সভা আগামী ১২ই এপ্রিল থেকে ২২শে এপ্রিল নাগাদ সাধারণ মানুষকে কুরআন ও কুরআনিক শিক্ষার বিষয়ে অবগত করার লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
কুরআন পরিচিতি বিষয়ক এ সভা আলাদা আলাদা স্থানে সাধারণ জনগণের উপস্থিতিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কুরআন বিশেষজ্ঞ ড. আহমাদ আব্দুল হাই বলেছেন : কুরআন একটি ইলমি গ্রন্থ এবং এ গ্রন্থ থেকে অনেক কিছু শেখার আছে।
তিনি বলেন : পবিত্র কুরআন শুধুমাত্র একটি ধর্মের অনুসারীর জন্য নয় বরং সকল মানুষই পবিত্র এ গ্রন্থের শিক্ষা হতে উপকৃত হতে পারে।
ইসলামি সমাজে বিদ্যমান সমস্যাবলির বিষয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন : আমরা অনেকেই পবিত্র কুরআনে বিদ্যামান মূল্যবান অনেক শিক্ষা সম্পর্কে অবগত নই।
তার সংযোজন : অডিও ও ভিডিওয়ের মাধ্যমে পবিত্র কুরআনের শিক্ষার সাথে জনগণকে পরিচয় করানোর চেষ্টা করা হবে এ সভাগুলোতে।#3091562
সূত্র : Times of India