IQNA

কাবুলে আন্তর্জাতিক ক্বারীদের উপস্থিতিতে কুরআন মাহফিল

16:06 - April 07, 2015
সংবাদ: 3104428
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : আসন্ন হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকীকে সামনে রেখে আন্তর্জাতিক ক্বারীদের উপস্থিতিতে বিশেষ কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে কাবুলে।


বার্তা সংস্থা ইকনা : আফগানিস্তানের ‘তামাদ্দোন’ টিভি চ্যানেল, খাতামুন নাবিয়্যিন বিশ্ববিদ্যালয়, কুরআন বিষয়ক উচ্চতর পরিষদ এবং ‘ইসরা’ দারুল কুরআনের সহযোগিতায় কাবুলে এ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আড়ম্বর এ মাহফিল ইলমি ও সংস্কৃতিক অঙ্গনে তৎপর ব্যক্তিত্ব, ধর্মীয় ব্যক্তিত্ব, কাবুলের ক্বারী সমাজ এবং কুরআন প্রেমীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। এতে আফগান সংসদে গজনী প্রদেশের প্রতিনিধি, এ ধরনের মাহফিল আয়োজনের গুরুত্ব এবং কুরআনের মর্যাদার বিষয়ে বক্তব্য রাখেন।

তিনি বলনে : কুরআনের সংস্কৃতিকে আমাদের সমাজে বাস্তবায়িত করতে হবে। কেননা কুরআন হচ্ছে সকল মানুষের আদর্শ স্বরূপ। মানুষ ওহির বার্তার শিক্ষা থেকে উপকৃত হয়ে পার্থিব ও পরকালীন সাফল্যে পৌঁছুতে পারে।

এরপর আন্তর্জাতিক ও কাবুলের সনামধন্য ক্বারীগণ তাদের তেলাওয়াত পরিবেশন করেন।# 3103234



সূত্র : kabul.icro

captcha