ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: সুইডেনের ইমাম আলী (আ.) নামক ইসলামিক সেন্টারে পরাপর চার বছর যাবত অনুষ্ঠিত হচ্ছে। আর উক্ত সেন্টারে চলতি বছরে ১ম মে’র সন্ধ্যা হতে আধ্যাত্মিকময় ধর্মীয় অনুষ্ঠান এ’তেকাফ শুরু হবে।
উক্ত আধ্যাত্মিকময় ধর্মীয় অনুষ্ঠান ইমাম আলী (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী এবং আইয়ামুল বেইজের (১৩ থেকে ১৫ই রজব) সমসময়ে ইমাম আলী (আ.) ইসলামিক সেন্টারে ১ম মে স্টকহোমের মুমিন ব্যক্তিদের উপস্থিতিতে মাগরিব ও এশার নামাজের পর শুরু হবে।
তিন দিন ব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠান শনিবার, রবিবার ও সোমবারে সুইডেনের ইমাম আলী (আ.) নামক ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে। উক্ত এ’তেকাফের অনুষ্ঠান ৪র্থ মে জামায়াত সহকারে মাগরিব ও এশার নামাজ এবং ইফতার খোলার মাধ্যমে শেষ হবে।
3176724