IQNA

জর্ডানে নারীদের ১০ম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় পঞ্চম স্থানের অধিকারী হলেন ইরানী প্রতিনিধি

23:50 - April 25, 2015
সংবাদ: 3206880
আন্তর্জাতিক বিভাগ: জর্ডানে নারীদের জন্য অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় পঞ্চম স্থানের অধিকারী হয়েছেন ইরানী প্রতিনিধি ‘হাজার মেহের আলইয়ান’।

বার্তা সংস্থা ইকনা: ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি ‘হাজার মেহের আলইয়ান’ জর্ডানে অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার তাফসির সহকারে হেফজ বিভাগে পঞ্চম স্থানের অধিকারী হয়েছেন।
ইরানের এনডাউমেন্ট এবং ইসলামী বিষয়ক দাতব্য প্রতিষ্ঠানের আন্তর্জাতিক বিভাগের বিশেষজ্ঞ ‘আসগার খোসরাভী’ বার্তা সংস্থা ইকনার সাথে এক সাক্ষাতকারে বলেন: জর্ডানে অনুষ্ঠিত নারীদের জন্য হেফজ, তেলাওয়াত ও তাফসির বিষয়ক ‘আল-হাশেমি’ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ১০ম অধিবেশন আজ (২৫শে এপ্রিল) শেষ হয়েছে।
তিনি আরও বলেন: এ প্রতিযোগিতায় তাফসির সহকারে হেফজ বিভাগে পর্যায়ক্রমে আলজেরিয়া, বাহরাইন, তিউনিশিয়া, ফিলিস্তিন ও ইরানের প্রতিনিধিগণ প্রথম থেকে পঞ্চম স্থানের অধিকারী হয়েছে।
আসগার খোসরাভী বলেন: এ প্রতিযোগিতায় বিশ্বের ২৩টি দেশের প্রতিনিধিগণ তাফসির সহকারে ১০ পারা কুরআন হেফজ, তাফসির সহকারে ২০ পারা কুরআন হেফজ এবং তাফসির সহকারে সম্পূর্ণ কুরআন হেফজ বিভাগে একে-অপরের সাথে প্রতিযোগিতা করেছেন।
বলাবাহুল্য, জর্ডানের রাজধানী আম্মানে ‘আল-হাশেমি’ কুরআন প্রতিযোগিতার ১০ম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠান গত ২০শে এপ্রিল অনুষ্ঠিত হয়েছে।
3204768

captcha