বার্তা সংস্থা ইকনা: কোয়েটার কুরআনিক স্কুলে পাকিস্তানের বেলুচিস্তান এবং মিশরের বিখ্যাত ক্বারীগণের উপস্থিতিতে আজ আসরের নামাজের পর উক্ত কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে।
বেলুচিস্তানের যুব ক্বারী আঞ্জুমানে প্রতিনিধি ক্বারী সামাদ মাদানী বলেন: কুরআনিক শিক্ষা বিস্তার এবং বেলুচিস্তানের হাফেজ ও ক্বারীদের উৎসাহিত করার লক্ষ্যে এ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, এ ধরণের মাহফিল সফল ভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন স্কুল ও কুরআনিক ব্যক্তিত্বদের নিমন্ত্রণ করেছি এবং তাদের নিকট পরামর্শ গ্রহণ করেছি।
বলাবাহুল্য, মিশরের বিখ্যাত ক্বারীগণ বেলুচিস্তানের বিভিন্ন অঞ্চল ও স্কুলে কুরআন শিক্ষার আসর ও কুরআন মাহফিলে অংশগ্রহণ করবে।
3247284