IQNA

মালয়েশিয়ায় কুরআন ও মায়ারেফের আলোকে বিশেষ প্রশিক্ষণ কোর্স

17:29 - May 22, 2015
সংবাদ: 3306348
আন্তর্জাতিক বিভাগ: মালয়েশিয়ায় কুরআন সাংস্কৃতিক ইন্সটিটিউট ‘আল হুদা’র সহযোগিতায় ২২শে মে কুরআন ও মায়ারেফে ইসলামের আলোকে বিশেষ প্রশিক্ষণ কোর্স শুরু হতে যাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: কুরআন প্রশিক্ষণ কোর্স স্থানীয় সময় আজ বিকাল ১৫:৩০টায় শুরু হবে এবং একাধারে ১৭টা পর্যন্ত অব্যাহত থাকবে।
সকল আগ্রহী ব্যক্তিবর্গ উক্ত কুরআন প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করবে পারবে এবং অধ্যাপক স্পারহামের তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ কোর্স পরিচালিত হবে। এছাড়াও অধ্যাপক খোদাদাদীয়ান প্রশিক্ষক হিসেবে উক্ত প্রশিক্ষণ কোর্সে উপস্থিত থাকবেন।
অন্যান্য দিনে এ প্রশিক্ষণ কোর্স স্থানীয় সময় আজ বিকাল ১৭:৩০টা থেকে ১৯টা পর্যন্ত পরিচালিত থাকবে।
3305986

captcha