আন্তর্জাতিক বিভাগ: উক্ত জাতীয় কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ‘আল কাসবাহ’ শহরে পৌর হাউসে অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় কুরআন প্রতিযোগিতা সেদেশের ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং ন্যাশনাল কুরআন আঞ্জুমানের পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে।
এ প্রতিযোগিতা মোট ছয়টি বিভাগে অনুষ্ঠিত হয়েছে। ২০ পারা হেফজ, ১৫ পারা হেফজ, ১০ পারা হেফজ, ৮ পারা হেফজ এবং ৫ পারা হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং প্রতিযোগিতায় মোট ২২ জন বিচারক উপস্থিত ছিলেন।
পুরুষ এবং মহিলাদের জন্য অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে মোট ১৮০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন।
এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিউনিসিয়ার মুফতি হামিদ সাইদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্তৃপক্ষ আব্দুল সত্তার বাদর, তিউনিসিয়ার ন্যাশনাল কুরআন এসোসিয়েশনের সভাপতি মুহাম্মাদ মুশাফ্ফার, কুরআন হেফজ বিশ্ব অ্যাসোসিয়েশনের প্রতিনিধি আব্দুল্লাহ সানয়ান এবং তিউনেশিয়ার সরকারী কর্মকর্তা, ওলামা, শিক্ষক, শিক্ষার্থী এবং নাগরিকগণ উপস্থিত ছিলেন।
3311312