IQNA

বাহরাইনে ‘আল-কানযুল কুরআনি’ সফ্টওয়্যারের মোড়ক উন্মোচন

19:14 - June 09, 2015
সংবাদ: 3312677
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : বাহরাইনের কুরআন বিষয়ক সংস্থা ‘ইকরা’র উদ্যোগে এ সফ্টওয়্যার নির্মিত হয়েছে।


বার্তা সংস্থা ইকনা : ‘আল-কানযুল কুরআনি’ নামক এ সফ্টওয়্যারটি কুরআন ও সংস্কৃতি ভিত্তিক প্রতিযোগিতায় ব্যবহারের উদ্দেশ্যে নির্মিত হয়েছে।

এছাড়া মসজিদ, ইমামবাড়ী, কুরআন সভাসহ বিভিন্ন ধর্মীয় কেন্দ্রসমূহে ব্যবহার করা যাবে সফ্টওয়্যারটি।

বাহরাইনের কুরআন বিষয়ক সংস্থা ‘ইকরা’র ঘোষণার ভিত্তিতে, ঐ সংস্থার কার্যালয়ে উপস্থিত হয়ে সফ্টওয়্যারটি সংগ্রহ করা যাবে।

সফ্টওয়্যারটিতে বিশ্বের সনামধন্য ক্বারীদের তেলাওয়াতও রয়েছে।

সূত্র : iqrasociety.net



3312520

captcha