IQNA

21:27 - August 25, 2015
সংবাদ: 3351556
আন্তর্জাতিক বিভাগ: ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতার পরিপ্রেক্ষিতে তেহরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা একে একে তুলে নেয়া হবে।

বার্তা সংস্থা ইকনা: ইরানের পশ্চিমাঞ্চলীয় নগরী হামেদানে এক বিশাল জন সমাবেশে এ ঘোষণা দেন তিনি। রুহানি বলেন,  তার প্রশাসন এমন এক অবস্থানে পৌঁছেছে যে, যারা এ নিষেধাজ্ঞা আরোপ করেছিল তাদের দিয়েই এটা বাতিল করাতে পেরেছে। তিনি আরো বলেন, তার প্রশাসন সমঝোতা বাস্তবায়ন হওয়ার আগেই নিষেধাজ্ঞা বাতিল করতে সক্ষম হয়েছে। সেইসঙ্গে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারও ইরান আদায় করেছে। শ্লোগান দিয়ে এ কাজ হয় নি বরং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মাধ্যমে এ কাজ সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

ইরানের সঙ্গে ছয় জাতি গোষ্ঠীর চূড়ান্ত সমঝোতার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত ২২৩১ নম্বর প্রস্তাবের বরাত দিয়ে এ কথা বলেছেন প্রেসিডেন্ট রুহানি। গত ২০ আগস্ট এ প্রস্তাব গৃহীত হয়েছে।

3350932

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
* captcha: