IQNA

পবিত্র নগরী মাশহাদে দাফন করা হল শহীদ ‘মোহসেন হাসান কারগার’কে

23:30 - October 04, 2015
সংবাদ: 3379502
আন্তর্জাতিক ডেস্ক: মিনি দুর্ঘটনায় নিহত ইসলামি প্রজাতন্ত্র ইরানের আন্তর্জাতিক মান সম্পন্ন ক্বারি শহীদ ‘মোহসেন হাসান কারগার’কে সেদেশের পবিত্র শহর মাশহাদে দাফন করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: মালয়েশিয়ায় ৫৭তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থানের অধিকারী হয়েছিলেন শহীদ ‘মোহসেন হাসান কারগার। এছাড়াও তিনি তার সুললিত কণ্ঠে কুরআন তেলাওয়াত করে সকলের মন জয় করেছিলেন।
চলতি বছরে তিন হজ করতে গিয়ে মিনা দুর্ঘটনায় নিহত হয়। সৌদি আরব থেকে গতকাল তার লাশ ইরানে পৌছায়। তার জানাজার নামাজ পরান মাশহাদের জুম্মার খতিব সাইয়্যেদ আহমেদ এলমুল হুদা।
তার জানাজার নামাজ ও দাফনের অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের অধিবাসী ছাড়াও ইরানের সামরিক বাহিনীর সদস্যরা, প্রাদেশিক গভর্নরগণ সহ আব্দুর রেজা রাহমানি ফাজালি, খোরাসানি রাজাভির মেয়র আলী রেজা রাশিদিয়ান, খোরাসান রাজাভি পুলিশ কমান্ডার আমির মুকাদ্দাম,  নিশাপুরের সংসদে প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সুবহানী সহ সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন।
এছাড়াও শহীদ ‘মোহসেন হাসান কারগারে’র শিক্ষক, বন্ধু, ভক্ত ও ছাত্ররাও ভাঙ্গা মন নিয়ে তার জানাজার নামাজে অংশগ্রহণ করেন। 
3379193

captcha