IQNA

সু চির দলের সঙ্গে দেখা করতে পারবেন আসিয়ান দূত: জান্তা প্রধান

20:00 - February 07, 2022
সংবাদ: 3471393
তেহরান (ইকনা): দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ান- এর বিশেষ ক্যাম্বোডীয় দূতের সঙ্গে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির দলের সদস্যদের দেখা করতে দিতে রাজি হয়েছেন সামরিক জান্তা প্রধান মিন অং হ্লায়িং।

 
সোমবার ঊর্ধ্বতন এক ক্যাম্বোডীয় কর্মকর্তা একথা বলেছেন। মিয়ানমার জান্তা প্রধান গত ২৬ জানুয়ারিতে ক্যাম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে এক ভিডিও কলে ওই প্রতিশ্রুতি দেন।
 
মিয়ানমারে এক বছর আগে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর দেশটিতে অচল হয়ে থাকা শান্তি প্রক্রিয়ায় জান্তা নেতার এ এক ছোট্ট ছাড়ের বহিঃপ্রকাশ।
 
ভিডিও বৈঠকে অংশ নেওয়া হুন সেনের কার্যালয়ের এক মন্ত্রী কাও কিম বলেছেন, সু চির দল এনএলডি’র কোন সদস্যের সঙ্গে দেখা করতে দেওয়া হবে তা নির্দিষ্ট করে বলেননি মিন অং হ্লাইং।
 
কাও কিম ফোনে রয়টার্সকে বলেন, “তারা আমাদের প্রধানমন্ত্রী এবং মিয়ানমারের জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লাইংয়ের মধ্যকার ভিডিও কনফারেন্সে বলেছে যে, তারা এনএলডি’র কয়েজনের সঙ্গে দেখা করতে দেবে। তবে তারা কারা সেটি আমরা এখনও জানিনা।”
 
মিয়ানমার জান্তার ‍মুখপাত্রের মন্তব্যের জন্য ফোন করা হলে তিনি এর কোনও জবাব দেননি।
 
 
মিয়ানমারে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকেই দেশটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জান্তাবিরোধী বিক্ষোভে দমনপীড়নে প্রায় ১৫০০ মানুষের মৃত্যুর তথ্য জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়।
 
মিয়ানমার সঙ্কট নিয়ে আলোচনায় সব পক্ষকে জড়িত করাটা ১০ জাতি আসিয়ান জোটের গতবছর নেওয়া শান্তি প্রক্রিয়ার একটি মূল স্তম্ভ। আর এই প্রক্রিয়ায় অন্যান্য বিষয়ের মধ্যে আছে, মিয়ানমারে সহিংসতার অবসান ঘটানো এবং আসিয়ানের বিশেষ দূতকে দেশটিতে স্বাগত জানানো।
 
মিয়ানমার জান্তা এবার আসিয়ান দূতকে স্বাগত জানাতে রাজি হয়েছে। তবে ক্যাম্বোডিয়ার মন্ত্রী কাও কিম স্বীকার করেছেন যে, মিয়ানমারে তার প্রথম সফরেই নেত্রী সু চির সঙ্গে দেখা করার সম্ভাবনা নেই। অভ্যুত্থানের পর থেকে সু চিকে আটকে রাখা হয়েছে। সুচি’র বিরুদ্ধে আনা নানা অভিযোগের বিচারে তার জেলও হয়েছে।
 
কাও কিম বলেন, “শান্তি প্রক্রিয়ায় সব পক্ষের সঙ্গে দেখা করাটাই লক্ষ্য। কিন্তু সেটি একবারেই নাও হতে পারে। কয়েকটি সফরের পর সেটি হতে পারে। ফলে ম্যাডাম সু চি এর অন্তর্ভুক্ত হলে তা অবশ্যই খুবই ভাল হবে।”
 
গতবছর ১ ফেব্রুয়ারিতে মিয়ামারে সামরিক অভ্যুত্থানের পর থেকে সু চির এনএলডি পার্টির কয়েক ডজন সদস্য আটক হয়ে আছে। এনএলডি’র এক মুখপাত্র বলেছেন, আসিয়ান দূতের যে কোনও বৈঠকই দলের সম্মতিতে হওয়া উচিত।
 
ওদিকে, জান্তাপ্রধান মিন অং হ্লাইং আসিয়ান দূতকে সু চির দলের সদস্যদের সঙ্গে দেখা করতে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটিই আগামী সপ্তাহে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মিয়ানমারকে আমন্ত্রণ জানাতে ক্যাম্বোডিয়ার জন্য যথেষ্ট নয়।
 
আসিয়ানের চেয়ারম্যান পদে এবছর আছে ক্যাম্বোডিয়া। গত মাসে ক্যাম্বোডিয়ার প্রধানমন্ত্রী বলেছিলেন, শান্তি পরিকল্পনা নিয়ে গতবছর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করলে মিয়ানমারের ক্ষমতা দখলকারী জান্তা প্রধানকে ‘আসিয়ান’ সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে।
 
আসিয়ান সদস্যভুক্ত বেশিরভাগ দেশ চায় মিয়ানমারে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হোক। গত বছর আসিয়ান নেতারা মিয়ানমারে শান্তি ফিরিয়ে আনতে পাঁচ দফা পরিকল্পনা করেন, যার মধ্যে ছিল মিয়ানমারে বৈরিতার অবসান ঘটানো এবং সংলাপের পট প্রস্তুত করা।
 
কিন্তু জান্তা নেতা হ্লাইং এই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে ব্যর্থ হলে তাকে ২০২১ সালের আসিয়ান সম্মেলন থেকে বাদ দেওয়া হয়।
 
গতমাসে হুন সেন বলেন,“মিয়ানমারে শান্তি ফিরিয়ে আনতে সর্বসম্মতভাবে যে পাঁচ দফা পরিকল্পনা করা হয়েছিল, তাতে অগ্রগতি না হলে আসিয়ানের বৈঠকগুলোতে জান্তা নেতাকে অবশ্যই একজন অরাজনৈতিক প্রতিনিধিকে পাঠাতে হবে।”
captcha