IQNA

জেনে নিন ২০২২ সালে কোন দেশে কত ঘণ্টা রোজা রাখতে হবে

17:11 - March 26, 2022
সংবাদ: 3471615
তেহরান (ইকনা): বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত মুসলমানরা তাদের দেশের ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে কম বা বেশি সময় ধরে রোজা রাখেন। যা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত পরিবর্তিত হয়।

অনেক দেশের মুসলমানেরা শনিবার, ২য় এপ্রিল থেকে পবিত্র রমজান মাসের প্রথম দিনের রোজা রাখবেন। বিভিন্ন দেশে বসবাসকারী মুসলমানরা তাদের ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে কম বা বেশি সময় ধরে রোজা রাখেন।


পবিত্র এ মাসটিতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকবেন রোজাদাররা। এরইমধ্যে, রমজানের প্রস্তুতি নিতে শুরু করেছেন তারা। এবছর রমজানে কোথাও রোজা পালন হবে ১১ ঘণ্টা আবার কোথাও ২০ ঘণ্টা।


উদাহরণস্বরূপ, এই বছর আইসল্যান্ডের রেইকজাভিক শহরে বসবাসকারী মুসলমানেরা ১৬ ঘণ্টা ৫০ মিনিট পর্যন্ত রোজা রাখবেন।


অন্যদিকে, দক্ষিণ গোলার্ধের দেশগুলিতে রোজার সময়কাল কম হবে। উদাহরণস্বরূপ, নিউজিল্যান্ড, আর্জেন্টিনা এবং দক্ষিণ আফ্রিকার মুসলমানদের গড়ে মাত্র ১১ থেকে ১২ ঘণ্টা রোজা রাখতে হবে।


আইসল্যান্ডে বসবাসকারী মুসলমানরা সবচেয়ে বেশি রোজা রাখবেন ১৬ ঘণ্টা ৫০ মিনিট, পোল্যান্ড ১৫ ঘণ্টা, ব্রিটেন ১৫ ঘণ্টা ১৬ মিনিট, ফ্রান্স ১৫ ঘণ্টা ১৬ মিনিট এবং পর্তুগালে ১৬ ঘণ্টা এক মিনিট।


দক্ষিণ আফ্রিকার (জোহানেসবার্গ) মুসলমানদের ১১ ঘণ্টা, আর্জেন্টিনা ১১ ঘণ্টা ১৫ মিনিট, নিউজিল্যান্ড ১১ ঘণ্টা ৫৫ মিনিট এবং প্যারাগুয়ের ১২ ঘণ্টা রোজা রাখতে হবে যা সর্বনিম্ন সময় পরিগণিত হবে। iqna

জেনে নিন ২০২২ সালে কোন দেশে কত ঘণ্টা রোজা রাখতে হবে

captcha