IQNA

সৌদি আরবে হজ-ওমরাহর ইতিহাসের ওপর বিশেষ প্রতিযোগিতা

21:30 - August 08, 2025
সংবাদ: 3477847
ইকনা- হজ-ওমরাহ এবং পবিত্র দুই মসজিদের ইতিহাসের ওপর গবেষণাধর্মী প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আরবের কিং আবদুল আজিজ ফাউন্ডেশন ফর রিসার্চ অ্যান্ড আরকার্ভস (দারাহ)।
হজ-ওমরাহ এবং পবিত্র দুই মসজিদের ইতিহাসের ওপর গবেষণাধর্মী প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আরবের কিং আবদুল আজিজ ফাউন্ডেশন ফর রিসার্চ অ্যান্ড আরকার্ভস (দারাহ)। চলতি বছরের নভেম্বর মাসে এই প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। ইসলামের অন্যতম ইবাদত হজ ও ঐতিহাসিক স্থানগুলোর ইতিহাস সংরক্ষণে সৌদি আরবের চলমান উদ্যোগের অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ১৪৪৭ হিজরির জমাদাল উলা মাসে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার জন্য শিরোনাম নির্ধারণ করা হয়েছে, Hajj and the Two Holy Mosques: History, Culture, Architecture (হজ ও পবিত্র দুই মসজিদ : ইতিহাস, সংস্কৃতি ও স্থাপত্য)।
 
 
প্রতিযোগিতাটি সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এবং ‘দুয়ুফুর রহমান’ পরিষেবা কর্মসূচির সহযোগিতায় আয়োজন করা হয়। প্রতিষ্ঠান দুটি পবিত্র দুই স্থানের ইতিহাস সংরক্ষণে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আয়োজকদের দাবি, বিভিন্ন ধারার পণ্ডিত ব্যক্তিদের একত্র করে প্রাতিষ্ঠানিক গবেষণা এগিয়ে নেওয়াই এই প্রতিযোগিতার লক্ষ্য। যেন পবিত্র দুই স্থানের ইতিহাস, স্থাপত্য, ইসলামী শিল্পকলা, সাহিত্য, ভূগোল, মিডিয়া ও ডিজিটাল স্টাডিজের ওপর আরো বেশি আলোকপাত করা যায়।
 
 
প্রতিযোগিতায় পাঁচটি মৌলিক বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। তা হলো—
 
১. পবিত্র দুই মসজিদে সৌদি আরবের সেবা ও ভূমিকা।
 
২. ঐতিহাসিক লেখনী ও ভ্রমণকাহিনিতে হজ ও পবিত্র স্থানগুলো।
 
৩. দুই পবিত্র মসজিদের স্থাপত্য ও চিত্র-পরিচয় বা বিবরণী।
 
 
৪. সাংস্কৃতিক ও সামাজিক ঐতিহ্যে হজ।
 
৫. আধুনিক প্রযুক্তি দ্বারা হজের নথিভুক্তি।
 
এরই মধ্যে দারাহ গবেষণা প্রবন্ধ গ্রহণ শুরু করেছে। প্রবন্ধ জমা দেওয়ার সময়সীমা ১৪৪৭ হিজরির রবিউল আউয়াল মাসের শেষ পর্যন্ত। জমা হওয়া প্রবন্ধ এক মাসব্যাপী যৌথ মূল্যায়নের (ঢ়ববৎ ত্বারব)ি মধ্য দিয়ে যাবে।
 
 
এরপর থাকবে এক মাসের সংশোধন পর্ব। সংশোধনের দুই সপ্তাহ পর গৃহীত প্রবন্ধগুলোর তালিকা ঘোষণা করা হবে।
সূত্র : সৌদি গেজেট
captcha