IQNA

নাইজারে ইমাম হুসাইন (আ.)-এর আশুরা অনুষ্ঠানের আয়োজন + ভিডিও

19:38 - August 10, 2022
সংবাদ: 3472269
তেহরান (ইকনা): নাইজার প্রজাতন্ত্রের শিয়া মুসলমানরা যথাযোগ্য মর্যাদায় আশুরার শোকানুষ্ঠান পালন করেছে।

নাইজার প্রজাতন্ত্রের শিয়া সংখ্যালঘুরা সেদেশের রাজধানী নিয়ামেতে ইমাম হুসাইন (আ.)-এর আশুরা অনুষ্ঠানের আয়োজন করেছে। আশুরার দিনে তীব্র বৃষ্টি হওয়া সত্ত্বেও তারা ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাতের স্মরণে একত্রিত হয়ে শোকানুষ্ঠান পালন করেছ।

নাইজারের বৃদ্ধ, যুবক, নারী ও শিশুরা আশুরার তাজিয়া মিছিল অংশগ্রহণ করে ইমাম হুসাইন (আ.)-এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

নাইজারের শিয়া নেতা ও আলেম শেখ সালেহ আহমদ লাজার আশুরা এবং ইমাম হুসাইন (আ.)এর বিপ্লবের আলোকে বক্তৃতা পেশ করেন। এই বক্তৃতার এক প্রান্তে তিনি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অপরাধ সংঘটিত ইহুদিবাদী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ইসলামী বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।4077150

 

 
captcha