IQNA

বসনিয়ার ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান ‘বেহরাম বেগ স্কুল’-এর ৪০০ বছর পূর্তি উদ্‌যাপিত হবে

17:04 - October 31, 2025
সংবাদ: 3478352
ইকনা- বসনিয়ার প্রাচীন ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান ‘বেহরাম বেগ স্কুল’ (Behram-beg Islamic School) তার ৪০০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একাধিক শিক্ষা, সংস্কৃতি ও চিন্তাধর্মী কর্মসূচির আয়োজন করতে যাচ্ছে।
‘আল-মুসলিমুন হাওলাল আল-আলাম’ সংবাদমাধ্যম জানিয়েছে যে, এই ঐতিহাসিক বার্ষিকী উপলক্ষে ২০২৬ সাল জুড়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।
এ উপলক্ষে শিক্ষা, সংস্কৃতি ও গবেষণাধর্মী নানা অনুষ্ঠান পরিকল্পনা করা হয়েছে, যা স্কুলটির সমৃদ্ধ ঐতিহ্য ও ইসলামি শিক্ষায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরবে।
 
তুজলার মুফতি ওহিদ ফাদিলোভিচ সম্প্রতি স্কুলটির পরিচালক আদমির মারাতোভিচ ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে এক সমন্বয় সভা করেন। সভায় ২০২৬ সালে অনুষ্ঠিতব্য নানা কার্যক্রম ও উৎসব আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মুফতি ফাদিলোভিচ বলেন, “বেহরাম বেগ স্কুল ইসলামি শিক্ষার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটি তুজলা ও উত্তর-পূর্ব বসনিয়ার প্রাতিষ্ঠানিক শিক্ষার সূচনা চিহ্নিত করে এবং যুগে যুগে জনগণ ও আলেম সমাজের শ্রদ্ধা অর্জন করেছে।”
 
বেহরাম বেগ স্কুলটি ১৭শ শতকের প্রথম ভাগে, অর্থাৎ ১৬২৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বালকান অঞ্চলের প্রাচীনতম ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি হিসেবে স্বীকৃত।
বিগত বছরগুলোতে এই স্কুল থেকে শতাধিক হাফেজে কুরআন স্নাতক হয়েছেন, যাদের অধিকাংশই পরবর্তীতে বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করেছেন।
এটি প্রমাণ করে যে, স্কুলটি কুরআন শিক্ষার সংরক্ষণ, ইসলামি শিক্ষার প্রসার এবং ধর্মীয় মূল্যবোধ প্রচারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। 4313726#
 
captcha