
ইকনা বার্তা সংস্থা বাগদাদ টুডে–এর বরাতে জানিয়েছে, আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি সিস্তানির দফতর গতকাল এক বিবৃতি প্রকাশ করে জানায় যে, ইরাকের ২০২৫ সালের পার্লামেন্ট নির্বাচন সম্পর্কিত কোনো আনুষ্ঠানিক অবস্থান বা নির্দেশনা তাঁর পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।
এই অস্বীকৃতিটি এমন সময় এসেছে, যখন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা প্রকাশ করা হয়েছিল যা মিথ্যাভাবে তাঁর দফতরের নামে প্রচারিত হয়, এবং সেখানে দাবি করা হয় যে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নাগরিকদের নিজস্ব বিবেচনার ওপর ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইরাকের পার্লামেন্ট নির্বাচন, যা সাদ্দাম পতনের পর ষষ্ঠ নির্বাচন, আসন্ন ১১ নভেম্বর (২০ আবান) তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 4311597#