IQNA

পোপ লিও চতুর্দশের তুরস্ক সফর: ইস্তানবুলের নীল মসজিদ পরিদর্শন করবেন পোপ

13:53 - October 28, 2025
সংবাদ: 3478332
ইকনা: তুরস্ক সফরের অংশ হিসেবে আগামী মাসে ইস্তানবুলের ঐতিহাসিক নীল মসজিদ (সুলতান আহমেদ মসজিদ) পরিদর্শন করবেন পোপ লিও চতুর্দশ।
ডেইলি সাবাহ সূত্রে ইকনা জানিয়েছে, ভ্যাটিকান সোমবার ঘোষণা করেছে যে, পোপ হিসেবে লিও চতুর্দশের এটি হবে প্রথম বিদেশ সফর। তিনি আগামী ২৮ নভেম্বর (৭ই আজার) তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর নিজিয়া (বর্তমান ইজনিক)-এ হেলিকপ্টারে পৌঁছাবেন। সেখানে তিনি প্রাচীন সেন্ট নিওফাইতাস গির্জার ধ্বংসাবশেষের নিকটে সংক্ষিপ্ত প্রার্থনা করবেন।
৭০ বছর বয়সী এই মার্কিন পোপ তুরস্ক সফর শেষে লেবানন যাবেন। ইজনিক হচ্ছে সেই স্থান, যেখানে খ্রিস্টধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক অধ্যায় — নিকিয়া কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। এ বছর সেই ঐতিহাসিক পরিষদের ১৭০০তম বার্ষিকী উপলক্ষে এই সফর আয়োজন করা হচ্ছে।
সফরের মূল উদ্দেশ্য হলো, খ্রিস্টধর্মের দুই প্রধান শাখা — ক্যাথলিক ও অর্থোডক্স চার্চের মধ্যে সম্পর্ক জোরদার করা। এ উপলক্ষে পোপ লিও চতুর্দশ বিশ্ব অর্থোডক্স খ্রিস্টানদের আধ্যাত্মিক নেতা প্যাট্রিয়ার্ক বার্থোলোমিউ প্রথম-এর সঙ্গে যৌথ প্রার্থনায় অংশ নেবেন।
তবে পোপ এবার হায়া সোফিয়া পরিদর্শন করবেন না — যা একসময় বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রধান গির্জা ছিল এবং বর্তমানে মসজিদে রূপান্তরিত হয়েছে।
ভ্যাটিকানের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৭ নভেম্বর থেকে ২ ডিসেম্বর (৬ থেকে ১১ আজার) পর্যন্ত চলবে তাঁর তুরস্ক ও লেবানন সফর। এই সফরে পোপ ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন, মধ্যপ্রাচ্যে খ্রিস্টানদের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করবেন এবং আঞ্চলিক বিষয়াবলি নিয়ে মতবিনিময় করবেন।
এ সফরটি পোপ ফ্রান্সিসের একটি অসম্পূর্ণ প্রতিশ্রুতি পূরণও করবে। প্রয়াত পোপ ফ্রান্সিস চলতি বছরের এপ্রিল মাসে লেবানন সফরের পরিকল্পনা করেছিলেন, কিন্তু দেশটির চলমান সংকটের কারণে তা সম্ভব হয়নি।
পোপ লিও চতুর্দশ সফরের শেষ দিনে বৈরুত বন্দরের ভয়াবহ বিস্ফোরণস্থল পরিদর্শন করবেন। ২০২০ সালের ৪ আগস্ট ওই দুর্ঘটনায় অন্তত ২১৮ জন নিহত ও ৬০০০-এর বেশি মানুষ আহত হয় এবং বৈরুতের একটি বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়।
সফরের শেষ দিনেই পোপ বৈরুত উপকূলে ধর্মীয় উপাসনা (মাস) পরিচালনা করবেন এবং রাজধানীর পার্শ্ববর্তী এলাকাগুলোও পরিদর্শন করবেন। 4313291#
 
captcha