IQNA

ওবামার সমর্থন নিউইয়র্কের মুসলিম মেয়রপ্রার্থী জাহরান মামদানির প্রতি

22:29 - November 02, 2025
সংবাদ: 3478365
ইকনা- সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিউইয়র্ক সিটির মুসলিম মেয়রপ্রার্থী জাহরান মামদানির প্রতি সমর্থন জানিয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে, নির্বাচনে ৩৪ বছর বয়সী এই প্রার্থী বিজয়ী হলে তিনি তার উপদেষ্টা হিসেবে কাজ করবেন।

রয়টার্স–এর বরাতে ইকনা জানায়, শনিবার ওবামা ফোনে মামদানির সঙ্গে কথা বলেন এবং বলেন যে, যদতিনি নির্বাচনে জয়ী হন, তবে তিনি ব্যক্তিগতভাবে পরামর্শ দেবেন। সাম্প্রতিক মাসগুলোতে মামদানি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনার মুখে পড়েছেন।

এছাড়া ওবামা নির্বাচনের এক সপ্তাহ আগে এক নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে ডেমোক্র্যাট ভোটারদের আহ্বান জানান, যাতে তারা “ট্রাম্পের বেআইনি ও বেপরোয়া আচরণের” বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেন।

ওবামা ভার্জিনিয়ার নরফোক শহরের ওল্ড ডমিনিয়ন বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় বলেন, “চলুন সত্যের মুখোমুখি হই—আমাদের দেশ ও রাজনীতি এখন খুব অন্ধকার সময় পার করছে। প্রতিদিন হোয়াইট হাউস থেকে নতুন এক তরঙ্গ আসে—যা বেআইনি, বেপরোয়া, নিষ্ঠুর ও সম্পূর্ণ অযৌক্তিক।”

তিনি ট্রাম্পের “লজ্জাজনক শুল্কনীতি” ও যুক্তরাষ্ট্রের শহরগুলোতে ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তকেও কঠোরভাবে সমালোচনা করেন।

উল্লেখযোগ্য যে, নিউইয়র্ক মেয়র নির্বাচনে জাহরান মামদানির দ্রুত উত্থান তাকে যুক্তরাষ্ট্রে জাতীয় প্রতীকে পরিণত করেছে। একদিকে তিনি আমেরিকান মুসলমানদের জন্য গর্বের প্রতীক, অন্যদিকে ডানপন্থী রাজনীতিকদের আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছেন।

জাহরান মামদানি একজন রাজনীতিবিদ, সমাজকর্মী এবং নিউইয়র্ক অঙ্গরাজ্যের সংসদ সদস্য। তিনি উগান্ডার কাম্পালায় জন্মগ্রহণ করেন এবং সাত বছর বয়সে পরিবারের সঙ্গে নিউইয়র্কে অভিবাসন করেন।

তিনি নিউইয়র্কের সরকারি স্কুলগুলোতে পড়াশোনা করেন এবং পরে ব্রঙ্কস সায়েন্স হাই স্কুল থেকে স্নাতক হন। পরবর্তীতে বাওডয়েন কলেজ থেকে আফ্রিকান স্টাডিজে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ২০১৮ সালে মার্কিন নাগরিকত্ব লাভ করেন।

বিশ্ববিদ্যালয় জীবনে তিনি “স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন” সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন এবং দেশব্যাপী প্রগতিশীল সংগঠনগুলোর সঙ্গে মিলে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও নির্বাচনী অংশগ্রহণে সক্রিয় ভূমিকা রাখেন। 4314239#

captcha