IQNA

ভিডিও | শহীদ প্রেসিডেন্টের রুহের মাগফিরাতের জন্য কুরআন তিলাওয়াত

20:18 - May 24, 2024
সংবাদ: 3475497
ইকনা: "শহীদ প্রেসিডেন্ট" ক্যাম্পেইনে পবিত্র কুরআনের শিক্ষক ও ক্বারি মোহাম্মদ কাজেমির মনোমুগ্ধকার তেলাওয়াতের অংশ দেখতে পারবেন।

"শহীদ প্রেসিডেন্ট" ক্যাম্পেইনে পবিত্র কুরআনের শিক্ষক ও ক্বারি মোহাম্মদ কাজেমির মনোমুগ্ধকার তেলাওয়াতের অংশ দেখতে পারবেন।

আগ্রহী ক্বারিগণ তাদের তেলাওয়াতের ভিডিও একটি ফাইল iqnanews_admin@ একাউন্টের টেলিগ্রাম, ইটা, ইয়েস এবং রুবিকা মেসেঞ্জারে পাঠাতে পারেন।

یَا أَیَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ﴿۲۷
হে প্রশান্ত আত্মা!

ارْجِعِی إِلَى رَبِّکِ رَاضِیَةً مَرْضِیَّةً ﴿۲۸

তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরে এস সন্তুষ্টচিত্তে ও সন্তোষভাজন হয়ে,

فَادْخُلِی فِی عِبَادِی ﴿۲۹

আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও,

وَادْخُلِی جَنَّتِی ﴿۳۰

এবং আমার জান্নাতে প্রবেশ কর।

captcha