
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে হামাসের রাজনৈতিক কার্যালয়ের সাবেক প্রধান শহীদ ইসমাইল হানিয়াহকে হত্যার দায় স্বীকার করেছে।
নেতানিয়াহু বলেছে: আমরা সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ, মোহাম্মদ জাইফ এবং ইসমাইল হানিয়াহকে হত্যা করেছি।
খুনি ও যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে: আমরা হামাসের বিরুদ্ধে আমাদের মূল অভিযান শেষ করেছি এবং উত্তর ফ্রন্টে চলে এসেছি।
২৮ নভেম্বর সোমবার নেসেট জেনারেল অ্যাসেম্বলিতে (জায়নিস্ট শাসনের সংসদ) নেতানিয়াহু এসব কথা বলেছে। 4244930