IQNA

প্রথমবারের মতো ইসমাইল হানিয়াহকে হত্যার কথা স্বীকার করেল নেতানিয়াহু 

10:30 - October 30, 2024
সংবাদ: 3476274
ইকনা- ইহুদিবাদী শাসকের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে হামাসের রাজনৈতিক কার্যালয়ের সাবেক প্রধান শহীদ ইসমাইল হানিয়াহকে হত্যার দায় স্বীকার করেছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে হামাসের রাজনৈতিক কার্যালয়ের সাবেক প্রধান শহীদ ইসমাইল হানিয়াহকে হত্যার দায় স্বীকার করেছে।
নেতানিয়াহু বলেছে: আমরা সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ, মোহাম্মদ জাইফ এবং ইসমাইল হানিয়াহকে হত্যা করেছি।
খুনি ও যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে: আমরা হামাসের বিরুদ্ধে আমাদের মূল অভিযান শেষ করেছি এবং উত্তর ফ্রন্টে চলে এসেছি।
২৮ নভেম্বর সোমবার নেসেট জেনারেল অ্যাসেম্বলিতে (জায়নিস্ট শাসনের সংসদ) নেতানিয়াহু এসব কথা বলেছে। 4244930
 
 
 
captcha