ইকনা- ইরান ইসরায়েল ১২ দিনের যুদ্ধে ইরান ইসরায়েলে সর্বমোট ৫৭৪টি মিসাইল ছুড়েছিলো। এরমধ্যে আমেরিকা, ইসরায়েল এবং জর্ডান সম্মিলিতভাবে ইরানের মোট ২০১টি মিসাইল ইন্টারসেফট করতে পেরেছে। ইরানের মিসাইল ইন্টারসেফট করতে বিশ্বের সর্বাধুনিক এয়ারডিফেন্স সিস্টেম থার্ড ব্যবহার হয়েছিলো।

ইরান ইসরায়েল ১২ দিনের যুদ্ধে ইরান ইসরায়েলে সর্বমোট ৫৭৪টি মিসাইল ছুড়েছিলো। এরমধ্যে আমেরিকা, ইসরায়েল এবং জর্ডান সম্মিলিতভাবে ইরানের মোট ২০১টি মিসাইল ইন্টারসেফট করতে পেরেছে। ইরানের মিসাইল ইন্টারসেফট করতে বিশ্বের সর্বাধুনিক এয়ারডিফেন্স সিস্টেম থার্ড ব্যবহার হয়েছিলো। একই সাথে ইসরায়েলের অ্যাডভান্সড এরো-২,৩ এবং আয়রন ডোম ব্যবহার হয়েছে। এছাড়া আমেরিকা, ইসরায়েলের অন্যান্য মিসাইল ডিফেন্স সিস্টেমও ব্যবহার হয়েছে। এতে আমেরিকার থার্ডের এক চতুর্থাংশ মিসাইল স্টক শেষ হয়ে গেছে যা পূরণ করতে আমেরিকার কয়েক বছর সময় লাগবে(বিষ্ময়কর)!
আমেরিকা ও ইসরায়েলের ইরানি মিসাইল ইন্টাররসেফটের হার হলো ৩৫% অন্যদিকে ইরানের মিসাইল সাকসেস রেট হলো ৬৫%। কিন্তু যুদ্ধের শেষ দিকে ইরানের মিসাইল সাকসেস রেট ব্যাপকহারে বাড়তেছিলো, বিশেষ করে যুদ্ধের শেষ দিনে ইসরায়েলের বীরশেভায় ইরানি মিসাইলের সাকসেস রেট ছিলো শতভাগ এবং তা ছিলো ব্যাপক ধ্বংসাত্মক যা ইসরায়েল পরে নিজে স্বীকার করেছিলো যে এটা ছিলো খুবই বেদনাদায়ক!
জিউশ ইন্সটিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি অফ আমেরিকা (JINSA) এবং ওয়ালস্ট্রিট জার্নাল এই নিয়ে রিপোর্ট করেছে। এসব পশ্চিমাদেরই বয়ান।
তো ইসরায়েল/আমেরিকা কখন যুদ্ধ বিরতির কথা বলে? মূলত যখন তারা ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়। গাজা আগ্রাসনে সারা বিশ্ব যুদ্ধ বিরতির কথা বললেও ইসরায়েল/আমেরিকা কিন্তু শুনছে না! গণহত্যা চালিয়েই যাচ্ছে!
লেখক: মিজানুর রহমান মিলন