IQNA

হজ কোটাকে কেন্দ্র করে সৌদি আরব ও ইসলামি দেশগুলোর মধ্যে চুক্তি স্বাক্ষর  

12:30 - November 16, 2025
সংবাদ: 3478443
ইকনা- সৌদি আরবের হজমন্ত্রী জানিয়েছেন, ৭৭টি দেশের সঙ্গে এক মিলিয়নেরও বেশি হাজীর হজ ব্যবস্থাপনা চুক্তি স্বাক্ষর হয়েছে।

সৌদি আরব ভিত্তিক সংবাদমাধ্যম ইনতারা নিউজএর বরাতে জানা গেছে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে হজ ২০২৬এর ছয় মাস আগেই এক মিলিয়নের বেশি হাজীর জন্য হজ ব্যবস্থাপনার চুক্তি সম্পন্ন হয়েছে।

তিনি রিয়াদে অনুষ্ঠিত পঞ্চম হজ কনফারেন্স ও এক্সপোএর সমাপনী অনুষ্ঠানে বলেন
হজ শুরুর ছয় মাস আগে এই চুক্তি সম্পন্ন হওয়া এক ঐতিহাসিক সাফল্য। এটি নিরাপদ, সুশৃঙ্খল ও মানসম্মত হজ পরিচালনায় সৌদি আরবের প্রতিশ্রুতির প্রতিফলন।

১২ নভেম্বর অনুষ্ঠিত এই সম্মেলনে ১৫০টিরও বেশি দেশের ১৬০ হাজারের বেশি দর্শনার্থী এবং সরকারিবেসরকারি ৩০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেয়।
সৌদি হজ মন্ত্রণালয়ের হিসাবে, গত বছরের তুলনায় অংশগ্রহণ ৩৩% বৃদ্ধি পেয়েছে।

মন্ত্রী আরও জানানসৌদি আরব ৭৭টি দেশের সঙ্গে সরকারি পর্যায়ে হজ চুক্তি করেছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিশ্বব্যাপী হজ অপারেটরদের সঙ্গে প্রায় ,০০০টি চুক্তি স্বাক্ষর করেছে।

এ অনুষ্ঠানে তিনি ও ইন্দোনেশিয়ার প্রতিনিধি মোহাম্মদ ইরফান ইউসুফ যৌথভাবে হজ ২০২৬এর জন্য একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেন। এতে ইন্দোনেশিয়ার ,২১,০০০ হাজীর কোটাকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
উভয় পক্ষ সফল হজ নিশ্চিত করার জন্য পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন।

সৌদি হজ কনফারেন্স ও এক্সপো মূলত আন্তর্জাতিক প্রতিনিধিদের জন্য অভিজ্ঞতা বিনিময় ও হজ ব্যবস্থাপনার নতুন পদ্ধতি শেয়ার করার একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। এই আয়োজনের উদ্দেশ্যহাজীদের নিরাপত্তা নিশ্চিত করা, ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধি এবং টেকসই অপারেশনাল কাঠামো গড়ে তোলা

সৌদি হজ মন্ত্রণালয় আরও জানায়, সামনে জানুয়ারিতে মদীনায় ওমরাহ ও জিয়ারতবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে, যা প্রযুক্তিগত প্রস্তুতি বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও বিস্তৃত করবে। 4316887#

 

captcha