IQNA

মিয়ানমারে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী পালিত হবে

10:26 - April 05, 2012
সংবাদ: 2298263
সাংস্কৃতিক বিভাগ : হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী আগামীকাল (৫ই এপ্রিল) মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে পালিত হবে।
দক্ষিন-পূর্ব এশিয়া অঞ্চল হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট : এ পবিত্র দিবস উপলক্ষে আয়োজিত শোক অনুষ্ঠান আজ বৃহস্পতিবার হতে ইয়াঙ্গুন জামে মসজিদে শুরু হবে এবং আগামী ৯ই এপ্রিল নাগাদ অব্যাহত থাকবে।
৫ দিন ব্যাপী আয়োজিত এ শোক মজলিশ স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে শুরু হবে, এতে বক্তব্য রাখবেন শেইখ এনায়েত হুসাইন, শেইখ গোলাম আব্বাস এবং আল-মোস্তফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র শেইখ আলী আসগার। বক্তাগণ হযরত ফাতেমা যাহরা (স.) এর জীবনী ও ইসলাম প্রচারে এ মহীয়সী’র ভূমিকার উপর আলোকপাত করে বক্তব্য রাখবেন।
এছাড়া এদেশের বেশ কয়েকজন নওহা পাঠকারী হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর শানে মার্সিয়া ও নওহা পরিবেশন করবেন। প্রতিদিন মজলিশ শেষে মাতমদারীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।#977494
captcha