ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: ব্রাজিলে ইসলামী পোশাকের প্রতি আগ্রহী মুসলিম এবং অমুসলিম নারীদের জন্য প্রথম বারের মত এদেশে ইসলামী পোশাকের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এই ইসলামী পোশাক প্রদর্শনীতে বিভিন্ন রং এবং ডিজাইনের পোশাক উপস্থাপন করা হয়েছে। এদেশের মুসলিম ও অমুসলিম নারীরা ব্যাপক ভাবে স্বাগত জানিয়েছেন।
উক্ত প্রদর্শনী শেষ হলে অংশগ্রহণকারী এবং দর্শনার্থীরা এই প্রদর্শনীর কর্তৃপক্ষের নিকট ইসলামী পোশাক ক্রয়ের প্রস্তাব দেন। এই প্রদর্শনী প্রদর্শিত করার জন্য এদেশের অমুসলিম নারীরা ব্যাপক ভাবে স্বাগত জানিয়েছে।
978581#