IQNA

মালয়েশিয়ায় হযরত ফাতেমা যাহরা (আ.)-এর পবিত্র শাহাদাত বার্ষিকী পালিত

18:27 - April 06, 2012
সংবাদ: 2298709
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে “সাউথ সিটি” কমপ্লেক্সে ৬ ই এপ্রিলে, ফাতেমা যাহরা (আ.)-এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: হযরত ফাতেমা যাহরা (আ.)-এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠান, মালয়েশিয়ায় বসবাস কৃত ইরানী অধিবাসী এবং “মোহেব্বনে রাসুলে আকরাম (সা.)” সংগঠনের প্রচেষ্টায় ৪ থেকে ৬ই এপ্রিল পর্যন্ত স্থানীয় সময় রাত্র ৮ থেকে ১০ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শোকানুষ্ঠান মাগরিব ও ঈসার নামাজের পর অনুষ্ঠিত হয়েছে। মসজিদের খতিব, হযরত ফাতেমা যাহরা (আ.)-এর নৈতিক গুণাবলী এবং ইসলামের প্রবর্তনের জন্য হযরত ফাতেমা যাহরা (আ.)-এর ভূমিকার আলোকে বিশেষ বক্তৃতা পেশ করেন। এছাড়া এদেশের বেশ কয়েকজন নওহা পাঠকারী হযরত ফাতেমা যাহরা (সা.)-এর শানে মার্সিয়া ও নওহা পাঠ করবেন।
978830#
captcha