নুন বার্তা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইরাকের পবিত্র কারবালা শহরে ইমাম হুসাইন (আ.) এর মাযার গতকাল হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর শাহাদাত বার্ষিকী’র দিনে যায়েরদের দ্বারা পরিপূর্ণ ছিল, তারা নবীকন্যা’র শাহাদাতের শোক পালনার্থে ইমাম (আ.) এর মাজারে এসে সমবেত হয়।
যায়েররা নামায ও এ দিনের বিশেষ দোয়া পাঠ এবং আযাদারী ও নওহা পাঠের মাধ্যমে শোক পালন করে।
উল্লেখ্য, কারবালা শহরের বাজারসমূহ গতকাল বন্ধ ছিল।#979347