‘আল-মানারে’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর শোকে শোকার্ত আযাদাররা আজ বিকাল ৪টায় কাতিফ শহরের ‘শহীদ মুনির আল মায়াদানী’ স্ট্রীট হতে শোক মিছিল বের করবে।
আলে সৌদে বিরোধী দল সৌদি আরবের জনগণকে এ অনুষ্ঠানে অংশগ্রহণের আহবান জানিয়েছে, তারা ধারণা করছে যে, আহলে বাইত (আ.) এর হাজার হাজার অনুসারী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।
দলটি কাতিফ শহরের বাসিন্দাদেরকে এ বিষয়ের প্রতি আহবান জানিয়েছে, যাতে তারা ‘কাতিফের শহীদদের স্মরণে’ শিরোনামে অনুষ্ঠিত অনুষ্ঠানের মাধ্যমে এ শহরের যুবকদের শাহাদাতের সাথে জড়িতদের –যাদের মূলে রয়েছে আল-শারকিয়া অঞ্চলের আমির মুহাম্মাদ বিন ফাহাদ- শাস্তির দাবী জানায়।#979390