ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ বিষয়ক সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ অনুষ্ঠানের শুরুতে ইরানি কালচারাল সেন্টারের কর্মকর্তা মুহাম্মাদ রেজা পাকরাওয়ান, ইসলাম ধর্মকে ঐক্য, ভ্রাতৃত্ব ও ভালবাসা’র ধর্ম হিসেবে উল্লেখ করে বলেন : ইসলামের নূর ও এর নির্দেশাবলি যে কোন যুগের উর্ধ্বে।
এর ধারাবাহিকতায় জনাব ইউরগুস জর্জ মহান আল্লাহর একত্ববাদ, হযরত মুহাম্মাদ মুস্তাফা (স.) এর নবুয়্যত এবং আমিরুল মু’মিনীন আলী ইবনে আবি তালিব (আ.) এর বেলায়েতের সাক্ষ্য দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ইউসুফ নামটিকে নিজের নতুন নাম হিসেবে বেছে নেন।
অনুষ্ঠান শেষে ইরানের কালচারাল কাউন্সেলর গ্রীক ভাষায় অনূদিত একটি কুরআন শরিফ ও বেশ কিছু উপহার নব মুসলিম ইউসুফ সিয়ালোপকে প্রদান করেন।#979693