ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: মুসলমানদের ঐক্য করণের গুরুত্ব এবং ইসলামী জাগরণ সম্পর্কে জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে ১২ই এপ্রিলে, শিয়া ও সুন্নি মাজহাবের ওলামা ও চিন্তাবিদ এবং এই শহরের মুসলমানদের উপস্থিতিতে “ঐক্য ও ইসলামী জাগরণ” বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বৈঠকে, ইসলামী জাগরণ এবং মুসলমানদের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ইসলামী চিন্তাবিদ ‘হুজ্জাতুল ইসলাম সাদিক’, ইসলামী ঐক্য সম্পর্কে ‘সালমান নাদাভী’, ইসলামী ঐতিহ্য সংরক্ষণ এবং প্রবর্তনার উপর ‘জাওয়াদ নাকাভী’, ভারতে মুসলমানদের দায়িত্ব সম্পর্কে ‘জাঁকি বাকেরি’, ইসলামী নীতি সম্পর্কে ‘ফজলুর রাহমান নাদাভী’, বরিষ্ঠ লেখকদের কর্তব্য সম্পর্কে ‘আরশাদ হোসেন’, মুসলমানদের হৃদয়ে বিদেশী সংস্কৃতির প্রভাব সম্পর্কে ‘স্যায়ের আবেদ’, সুষ্ঠু রাজনীতিতে মুসলমানদের ভূমিকা সম্পর্কে ‘আজিজ হায়দার’ এবং মুসলমানদের অধিকার সম্পর্কে ‘আজিম হোসাইন’ বিশেষ বক্তব্য পেশ করেছেন।
982794#