IQNA

ভারতে হযরত ফাতেমা যাহরা’র ফেদাক সংক্রান্ত খোতবার বিশ্লেষণমূলক সভা অনুষ্ঠিত

22:37 - April 15, 2012
সংবাদ: 2305422
সাংস্কৃতিক বিভাগ : হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে গত ১০ হতে ১৪ই এপ্রিল নাগাদ বিশেষ সভা ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লাখনৌ শহরের ‘ইকরামুল্লাহ’ ইমামবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে।
ভারত হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট : লাখনৌ শহরে ৫ দিন ব্যাপী আয়োজিত ঐ সভায়, হযরত ফাতেমা যাহরা (সা. আ.) কর্তৃক প্রদত্ত ফেদাক সংক্রান্ত খোতবা’র বিশ্লেষণ করা হয়েছে।
উক্ত সভা গত ১০ই এপ্রিল হতে শুরু হয়ে গতকাল ১৪ই এপ্রিল সমাপ্ত হয়েছে। প্রতিদিন স্থানীয় সময় রাত ৮ টায় স্থানীয় আলেম-ওলামা ও সাধারণ মুসলমানদের উপস্থিতিতে অনুষ্ঠিত ঐ সভায় ভারতের প্রখ্যাত খতিব সৈয়দ সামার হায়দার যায়দী, উপস্থিত আহলে বাইত (আ.) এর ভক্ত ও শিয়াদের জন্য ঐতিহাসিক এ খোতবার তাফসীর করেন।#985256
captcha