ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : তিনি গত শুক্রবার ১৩ই এপ্রিল, স্পেনে অবস্থানরত ইরানি কালচারাল কাউন্সেলর আমির পুর পেযেশ্কের সাথে সাক্ষাত করে তার ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হওয়ার কথা উল্লেখ করে বলেন : ধর্ম সর্বদাই মানুষের জন্য আধ্যাত্মিক চাহিদা হিসেবে বিবেচিত এবং আমি স্বভাগত এ চাহিদা ছাড়াও অভ্যন্তর হতে ইসলাম ধর্ম এবং ইরানের সাথে আত্মিক সম্পর্কের বিষয়টি অনুভব করতাম।
অতঃপর তিনি মহান আল্লাহর একত্ববাদ ও হযরত মুহাম্মাদ (স.) এর রেসালতের সাক্ষ্য দানের পর ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি বলেন : ইসলাম ধর্মের সত্যতার বিষয়টি বুঝতে পারা আমার জীবনের গুরুত্বপূর্ণ একটি সফলতা। কেননা তা জ্ঞানের একটি নতুন বাতায়ন আমার জন্য উন্মুক্ত করে দিয়েছে।#985912