IQNA

ব্রিটিশের গুলুকোষ্টার শহরে একটি মসজিদে অগ্নিসংযোগ

17:12 - June 22, 2013
সংবাদ: 2550681
আন্তর্জাতিক বিভাগ: ব্রিটিশের ম্যাসাচুসেটস প্রদেশের গুলুকোষ্টার শহরে ইসলাম বিদ্বেষীরা একটি মসজিদে আগুন লাগিয়েছে।
‘oumma’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইসলাম বিদ্বেষীরা ১৮ই জুনে ম্যাসাচুসেটস প্রদেশের গুলুকোষ্টার শহরে মসজিদে হামলা চালানোর পর আগুন লাগিয়ে পালিয়ে যায়।

এক অজ্ঞাত ব্যক্তি মসজিদের বাইরে থেকে পেট্রল ভিজিত একটা বড় কাগজে আগুন জ্বালিয়ে মসজিদের ভিতরে ছুড়ে মারে।

সৌভাগ্যবশত এই ঘটনার ফলে কেউ আহত হয় নি এবং আগুন ছড়িয়ে যাওয়ার আগেই ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ উপস্থিত হয়ে আগুন নিভাতে সক্ষম হন।

মসজিদের বাহিরে ক্যামেরা কর্তৃক অগ্নিসংযোগের মূল কর্তাকে স্থানীয় পুলিশ সনাক্ত করেছে এবং ৩৭ বছরের এই ইসলাম বিদ্বেষীকে গ্রেফতার করেছে।

স্থানীয় সরকারী কর্তৃপক্ষ ‘রিচার্ড বার্গ’ এই সহিংসতার ব্যাপারে জানান, গুলুকোষ্টার শহরের অধিবাসীরা অত্যন্ত শান্ত এবং সামাজিক মানুষ। মসজিদে অগ্নিসংযোগের ফলে ৩৭ বছরের এই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে এবং খুব শীঘ্রই তার বিচার হবে।
1245379
captcha