বার্তা সংস্থা ইকনা: প্রযুক্তির উন্নতির সাথে সাথে মানুষের জ্ঞানের পরিধিও অনেক বৃদ্ধি পেয়েছে। তবে এই উন্নতির পিছনে যে জিনিসটি ক্ষতিকর তা হচ্ছে মানুষের অহংকার এবং সব বিষয়ে সব জান্তা শমসের হিসাবে কাজ করা।
মানুষ যদি জানার ক্ষেত্রে নিজেকে স্বনির্ভর মনে করে তাহলে সে উন্নতি করতে পারবে না। তাকে আরও বেশী জানার জন্য অবশ্যই প্রশ্ন করতে হবে এবং যে বিষয়ে জ্ঞান রাখে না সা স্বীকার করতে হবে।
রাসূল(সা.) বলেছেন: সেই ব্যক্তি উন্মাদ যার কাছে যে বিষয়ে প্রশ্ন করা হবে সে জানুক বা না জানুক তার জবাব দিবে। আর জ্ঞানী সেই ব্যক্তি যে না জানা বিষয়ে বলে যে আমি জানি না।
ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন: «اذا سُئل الرَّجُلُ مِنکم عمّا لا یعْلَمُ، فَلْیقُلْ: لا ادْری؛ কেউ যদি তোমার কাছে কোন প্রশ্ন করে আর তুমি তার জবাব না জান তাহলে বল: আমি জানি না।
মানসূমগণের এই এই উপদেশের উপর আমল করা অতি কঠিন এবং যাদের মধ্যে অহংকার রয়েছে তারা নিজেকে অন্যের কাছে ছোট না করার ভয়ে না জানা বিষয়েও নিজের মতামত প্রকাশ করে থাকে যার পরিণতি অতি ভয়াবহ হয়।