বার্তা সংস্থা ইকনা: ইসলাম ধর্মের প্রবক্তা হযরত মুহাম্মাদ (সা.) একটি হাদীসে বলেছেন
السُّؤالُ نِصفُ العِلم.
অর্থাৎ প্রশ্ন করা হচ্ছে জ্ঞানের অর্ধাংশ। (দ্র: কানজুল উম্মাল; হাদীস নং ২৯২৬০)
জ্ঞানের গুরুত্ব সম্পর্কে তিনি বলেছেন:
العِلمُ خَزائنُ ومَفاتِیحُهُ السُّؤالُ ، فَاسألُوا رَحِمَکُمُ اللّهُ فإنّهُ یُؤجَرُ أربَعةٌ : السائلُ ، والمُتَکلِّمُ ، والمُستَمِعُ ، والُمحِبُّ لَهُم؛
অর্থাৎ জ্ঞান এক মহাভাণ্ডার আর এ ভাণ্ডারের চাবি হচ্ছে প্রশ্ন। অতএব প্রশ্নকারীর উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। কেননা এ প্রশ্নের মাধ্যমে চার শ্রেণীর মানুষ উপকৃত হয়: যথা; প্রশ্নকারী, উত্তরদাতা, শ্রোতা এবং এগুলোর পছন্দকারী।
(দ্র: মুনতাখাবুল মিযানুল হিকমাহ, হাদীস নং ২৬০)
অপর একটি হাদীসে তিনি বলেছেন:
مَن طَلَبَ العِلمَ فهُوَ کالصّائمِ نَهارَهُ ، القائمِ لَیلَةُ ، وإنَّ بابا مِنَ العِلمِ یَتَعَلَّمُهُ الرَّجُلُ خَیرٌ لَهُ مِن أن یَکونَ أبو قُبَیسٍ ذَهَبا فأنفَقَهُ فی سَبیلِ اللّه ؛
অর্থাৎ যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ করে সে ঐ ব্যক্তির সমপর্যায়ে যে দিবসে রোযা পালন এবং রজনীতে ইবাদতে অতিবাহিত করে। যদি কেউ জ্ঞানের কোন অধ্যায়ের শিক্ষা নেয়; তাহলে সেটা তার জন্য আল্লাহর পথে আবু কুবাইসের (আরবের উচ্চতম পাহাড়) পাহাড়ের সমপরিমাণ ধন-সম্পদ আল্লাহর পথে ব্যয় করার চেয়েও উত্তম।
(দ্র: মুনতাখাবুল মিযানুল হিকমাহ, হাদীস নং ৩৯৮)
রাসূল (সা.) এ সম্পর্কে আরও বলেছেন;
طالِبُ العِلمِ طالِبُ الرَّحمَةِ ،طالِبُ العِلمِ رُکنُ الإسلامِ ، ویُعطى أجرَهُ مَعَ النَّبِیّینَ ؛
অর্থাৎ জ্ঞান অন্বেষণকারী হচ্ছে আল্লাহর রহমতের অন্বেষণকারী, জ্ঞান অন্বেষণকারী হচ্ছে দ্বীনের স্তম্ভ এবং জ্ঞান অন্বেষণকারীর প্রতিদান নবী-রাসূলদের সাথে দেয়া হবে।
(দ্র: কানজুল উম্মাল; হাদীস নং ২৮৭২৯)