পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আবু তোরাবি ফার্দ বলেন, সাম্রাজ্যবাদীরা যুদ্ধ, নিষেধাজ্ঞা ও রাজনৈতিক চাপসহ নানা উপায়ে ইরানের ওপর আঘাত হানার চেষ্টা করেছে। পরমাণু সমঝোতাসহ বিভিন্ন ক্ষেত্রে আমেরিকা ইরানের সঙ্গে বিদ্বেষমূলক আচরণ ও বিশ্বাসঘাতকতা করেছে।
তিনি আরও বলেন, ইরান কখনোই সাম্রাজ্যবাদী শক্তির ওরপ নির্ভর করে নি এবং ভবিষ্যতেও করবে না।
২০১৫ সালের জুলাই মাসে ছয় পশ্চিমা শক্তির সঙ্গে ইরান পরমাণু সমঝোতা সই করে যার বাস্তবায়ন শুরু হয় ২০১৬ সালের জানুয়ারি মাসে। কিন্তু ওই সমঝোতায় স্বাক্ষরকারী দেশ আমেরিকা শুরু থেকেই এটি বাস্তবায়নে গড়িমসি করে আসছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুবার এ সমঝোতাকে ‘ভয়ঙ্কর’ আখ্যায়িত করে এটি বাতিলের দাবি জানিয়েছেন। কিন্তু তার এ দাবি আন্তর্জাতিক সমাজের কঠোর বিরোধিতার সম্মুখীন হয়েছে।
iqna