কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ভেষজ উপাদান দিয়ে তৈরি বিশ্বের একমাত্র কুরআন শরিফটি তুরস্কের ডাক্তার মরহুম হামদি তাহের ২৩ বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে তৈরি করেছেন।
তুরস্কের ইউনানি চিকিৎসক হামদি তাহের ১৯৫৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত দীর্ঘ ২৩ বছর কঠোর পরিশ্রম করে কুরআন শরিফটি প্রস্তুত করেছেন। ইউনানি মেডিকেল পদ্ধতি প্রয়োগে কুরআন শরিফটি প্রস্তুত করতে ব্যবহার কার হয়েছে ২০০টির অধিক ভেষজ উপাদান।
অনন্য এ কুরআন শরিফে হাতের আঙ্গুল লাগিয়ে তেলাওয়াত করলে আঙ্গুলের ছিদ্র দিয়ে শোষিত মেশানো উদ্ভিদের রস দেহে প্রবেশ করে বেশ কিছু রোগের নিরাময় করে।
উক্ত কুরআন শরিফটি তৈরীর ক্ষেত্রে বিভিন্ন প্রকার বিচি, ফল, পাতা, ডাল ও গাছের মূল ব্যাবহার করা হয়েছে।
এছাড়াও কোরআন শরিফটির বর্ণ, সূরার নাম, পাতার চার পাশের স্থান ও পৃষ্ঠা নম্বর সমূহ হারবাল ক্রিম সহযোগে নির্মাণ করা হয়েছে।
৬০৬ পৃষ্ঠা বিশিষ্ট এ কুরআন শরীফটি সম্পূর্ণ ভেষজ হওয়ার ব্যাপারে দুবাইয়ের ইসলামী মন্ত্রণালয়ের পক্ষ থেকে সত্যতা সার্টিফিকেট পেয়েছে।
এ কুরআন শরিফটি রক্ষণাবেক্ষণের জন্য বিশ্বের বিভিন্ন জাদুঘর থেকে প্রস্তাব এসেছে।