IQNA

কাতারে ‘পবিত্র কুরআনে শান্তি’ শীর্ষক প্রদর্শনী

23:44 - June 29, 2015
সংবাদ: 3321182
আন্তর্জাতিক বিভাগ: কাতারের রাজধানী দোহায় সাংস্কৃতিক কেন্দ্র ‘কাতারা’ ভবনে ‘পবিত্র কুরআনে শান্তি’র আলোকে বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: এ প্রদর্শনী পবিত্র রমজান মাস উপলক্ষে শনিবার (২৭শে জুন) থেকে শুরু হয়েছে। উক্ত প্রদর্শনী কাতারের রাজধানী দোহায় ‘কাতারা’ নামক জন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ‘ফয়সাল বিন কাসিম আল-ছানি’ মিউজিয়ামে প্রদর্শিত হচ্ছে।
এ প্রদর্শনী ‘কুরআন থেকে আয়াত’ শিরোনামে অনুষ্ঠিত হচ্ছে। ৬০টি বোর্ডে শান্তির আলোকে নাযিলকৃত আয়াত ক্যালিগ্রাফি করে এ প্রদর্শনীতে উপস্থাপন করা হয়েছে।
সাংস্কৃতিক ইন্সটিটিউট ‘কাতারা’র মহাপরিচালক খালিদ বিন ইব্রাহিম আস সালিতী বলেন: পবিত্র কুরআনে শান্তির এবং সন্ধির আলোকে নাযিলকৃত কিছু আয়াত এ প্রদর্শনীতে উপস্থাপন করা হয়েছে।
এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া যে, ইসলাম শান্তি ও ভ্রাতৃত্বের ধর্ম।
এ ছাড়াও উক্ত মিউজিয়ামে অতি শীঘ্রই ‘পবিত্র কুরআনে নারী এবং ইসলামে তাদের স্থান’ শিরোনামে বিশেষ প্রদর্শনী প্রদর্শিত হবে।
3321076
 

captcha