বার্তা সংস্থা ইকনা: মিনায় প্রচণ্ড ভিড়ের কারণে এ দুর্ঘটনা ঘটে। কোরবানি ঈদের দিনের সকালে শয়তানকে প্রতীকী পাথর মারার সময় প্রচণ্ড ভিড় হওয়ার ফলে এ দুর্ঘটনা ঘটে।
সৌদি আরবের হাসপাতালের কর্মকর্তা জানিয়েছে, আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের সনাক্ত করার প্রচেষ্টা চলছে।
হজের আনুষ্ঠানিকতা শুরুর প্রথম দিকে মক্কার পবিত্র মসজিদুল হারামে ক্রেন ভেঙে অন্তত ১০০ জন নিহত ও ২০০ মানুষ আহত হওয়ার কয়েকদিন পর মিনায় পদদলিত হয়ে হাজি নিহতের ঘটনা ঘটলো।
দুর্ঘটনায় পড়া লোকজনকে উদ্ধারের জন্য সৌদি আরব ঘটনাস্থলে ২২০টি অ্যাম্বুলেন্স ও ৪,০০০ উদ্ধার কর্মী পাঠিয়েছে। সৌদি বেসামরিক প্রতিরক্ষা দপ্তর বলেছে, হাজিদের বিশাল সংখ্যাকে ভাগ করে বিকল্প পথে শয়তানকে পাথর মারার আনুষ্ঠানিকতা পালানের ব্যবস্থা করা হয়েছে।
এ বছর প্রায় ২০ লাখ হাজি পবিত্র মক্কায় হজ করতে গেছেন। ২০০৬ সালে একই রকমের ঘটনায় মিনায় ৩৬০ জন হাজি মারা গিয়েছিলেন।
3366978