IQNA

ইবরাহিম মসজিদ হত্যাকাণ্ড পুনরাবৃত্তির আশঙ্কা

22:10 - November 02, 2025
সংবাদ: 3478362
ইকনা- একজন মানবাধিকার কর্মী ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলে ইবরাহিম মসজিদে সংঘটিত হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি হওয়ার বিষয়ে সতর্ক করেছেন।

আরবি২১-এর প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের আচরণ আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে। বিশেষ করে উগ্রপন্থি বসতি স্থাপনকারীরা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর উদাসীনতার সুযোগ নিয়ে ফিলিস্তিনিদের ওপর ধারাবাহিক হামলা চালাচ্ছে। এর ফলে ব্যাপক সহিংসতা বা বড় আকারের “ইহুদি সন্ত্রাসবাদের” আশঙ্কা দেখা দিয়েছে।
ইলি বাখার, ইসরায়েলি নিরাপত্তা সংস্থা শিন বেত–এর সাবেক আইনি উপদেষ্টা, বলেছেন যে গত দুই সপ্তাহে ইসরায়েলে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন হয়েছে। এর মধ্যে অন্যতম হলো যুক্তরাষ্ট্রের তীব্র চাপের মুখে গাজায় শত্রুতামূলক কার্যক্রম স্থগিত করা। এতে করে গাজা উপত্যকার ফিলিস্তিনিদের অন্য দেশে জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনা কার্যত ব্যর্থ হয়েছে।
তিনি জানান, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় স্পষ্টভাবে বলা হয়েছে যে, ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের (পিএ) ভূমিকা গাজা পরিচালনায় স্বীকৃত থাকবে, তবে তা সংস্কারের শর্তে। এর ফলে গাজা ও পশ্চিম তীরকে আলাদা রাখার নীতিও কার্যত বিলুপ্ত হয়েছে।
বাখার ইদিয়োথ আহরোনোথ পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে আরও বলেন, ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি ও ফিলিস্তিনিদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে হবে, যেখানে ফিলিস্তিনিদের একটি রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা স্বীকৃত হবে। একই সঙ্গে তিনি পশ্চিম তীরের অংশ সংযুক্ত করার প্রস্তাবের বিরোধিতা করে স্পষ্টভাবে জানান যে, কোনো সংযুক্তি ঘটবে না।
তিনি জোর দিয়ে বলেন, এই পরিবর্তনগুলো উগ্র ডানপন্থী রাজনীতিবিদদের পরিকল্পনাকে সম্পূর্ণভাবে ব্যাহত করেছে। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচের নেতৃত্বে ফিলিস্তিনিদের গাজা থেকে—এবং পরে হয়তো পশ্চিম তীর থেকেও—বের করে দেওয়া, দখলকৃত ভূখণ্ড সংযুক্ত করা এবং নতুন নতুন ইহুদি বসতি স্থাপনের যে পরিকল্পনা ছিল, তা এখন বিপদের মুখে।
বাখার আরও বলেন, পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধি পাচ্ছে, যা সরকারের সেই নীতিরই প্রতিফলন যেখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে কোনো রাজনৈতিক আলোচনাকে সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে। এর ফলে হামাস আরও শক্তিশালী হচ্ছে এবং ইসরায়েলের জন্য স্থায়ী সমঝোতায় পৌঁছানো কঠিন হয়ে পড়ছে।
তিনি সতর্ক করে বলেন, উগ্র ডানপন্থীরা ইসরায়েলি সরকারের দুর্বলতা ভালোভাবেই বুঝে ফেলেছে এবং তাদের লক্ষ্য হলো ফিলিস্তিনিদের সঙ্গে যেকোনো শান্তি প্রক্রিয়া ব্যাহত করা। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক সহিংসতা সেই উদ্দেশ্যেরই প্রথম ইঙ্গিত।
বাখার নিরাপত্তা সংস্থাগুলোকে সতর্ক করে বলেন, বসতি স্থাপনকারীদের সহিংস কর্মকাণ্ডের বৃদ্ধি যেন “বৃহৎ আকারের ইহুদি সন্ত্রাসবাদের” সম্ভাবনার ইঙ্গিত হিসেবে দেখা হয়। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৯৪ সালে ইবরাহিম মসজিদে সংঘটিত হত্যাকাণ্ডের আগে এমনই পরিবেশ তৈরি হয়েছিল।
তিনি বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারে, যেখানে পুলিশ দুর্বল, মন্ত্রীরা আইন ভঙ্গ করছেন এবং সেনাবাহিনীর কিছু ইউনিটের ওপর নিয়ন্ত্রণ কমে গেছে—এমন পরিস্থিতিতে ইহুদি সহিংসতা বা গুরুতর সন্ত্রাসী হামলা রোধ করা প্রায় অসম্ভব।”4314100#

captcha