IQNA

বিগত ৩০ বছরের মধ্যে দীর্ঘতম রোজা হবে চলতি বছরে

23:19 - April 29, 2014
সংবাদ: 1401343
আন্তর্জাতিক বিভাগ: সৌদি আরবের ইসলামী পর্যবেক্ষণ কেন্দ্রের সভাপতি ‘মুহাম্মাদ শাওকাত’ জানিয়েছেন: চলতি বছরে পবিত্র রমজান মাস ২৯শে জুনে শুরু হবে এবং বিগত ৩০ বছরের মধ্যে দীর্ঘতম সময় ধরে রোজা রাখতে হবে রোজাদার ব্যক্তিদের।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তিনি আরও জানিয়েছেন: চলতি বছরে গড়ে প্রায় ১৫ ঘণ্টা ৮মিনিট এবং ১৪ ঘণ্টা ৫০ মিনিট রোজা রাখতে হবে।
সৌদি আরবের আশেপাশের দেশ সমূহে চাঁদ দেখার ব্যাপারে তিনি বলেছেন: অধিকাংশ মুসলিম দেখে ২৮শে জুনে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে এবং ২৯শে জুন থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।

72372

 

captcha