IQNA

সৌদি আরবে ইমাম মুসা কাযিম (আ.) এর পবিত্র শাহাদত বার্ষিকী পালিত

23:54 - July 08, 2010
সংবাদ: 1953509
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: ইমাম মুসা কাযিম (আ.) এর পবিত্র শাহাদত বার্ষিকী গতকাল বুধবার ৭ই জুলাই সৌদি আরবের কাতিফ প্রদেশের আল আহসা শহরে অবস্থিত বিভিন্ন মসজিদ ও ইমাম বাড়ীতে পালিত হয়েছে।
রাছেদ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: সৌদি আরবের কাতিফ প্রদেশের ‘আল যাহরা’ ইমামবাড়ী ও ‘আস সাদরাহ’ মসজিদে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ‘সাইয়্যেদ মোস্তফা হায়দার সাদাহ’ ও ‘মুহাম্মাদ আত তায়েবে’র উপস্থিতিতে ইমাম মুসা কাযিম (আ.) এর শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।
এছাড়া আল আব্বাস মসজিদে, আল বাতুল ইমাম বাড়ীতে এবং আল আওয়ামিয়াহ শহরের ইমাম হুসাইন (আ.) মসজিদে এ মহান ইমামের শাহাদত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠান আয়োজিত হয়েছে। এ সকল অনুষ্ঠানের বক্তাগণের মধ্যে ছিলেন: মাহমুদ আস সাইফ, আল মালা আলায যাহের, জাফার আলে ইসমাঈল প্রমূখ।
এছাড়া সিহাত শহরের গারীবে তুস পরিষদের পক্ষ থেকে বিশেষ শোকানুষ্ঠানের আয়োজিত হয়। এতে বক্তব্য রাখবেন সৌদি আরবের প্রখ্যাত বক্তা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মুহাম্মাদ আলী আলে যাওয়াদ।#611365
captcha